দেশজুড়ে

করোনা: ৪ মাস পর বগুড়ায় একজনের মৃত্যু

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মমতাজ উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুন) রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চার মাস পর বগুড়ায় করোনায় আবার মৃত্যু হয়েছে।

Advertisement

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি জেলায় একজনের মৃত্যু হয়েছিল। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাহারুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একজনের মৃত্যুর পাশাপাশি জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৯ নমুনায় ছয়জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে শজিমেকের ৩৪ নমুনায় পাঁচজন, টিএমএসএস কলেজের ৪ নমুনায় সবার নেগেটিভ এবং জিন এক্সপার্ট মেশিনে এক নমুনায় একজনের পজিটিভ এসেছে। এদের সবাই সদর উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, এখন হাসপাতালে রোগী আছেন একজন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে ৭০৬ জনে দাঁড়িয়েছে।

Advertisement

আরএইচ/জিকেএস