সাহিত্য

ইকবাল পারভেজের তিনটি কবিতা

এপাশ ওপাশ

Advertisement

জানালার ওপাশে কে যেন লুকিয়ে থাকেচোখ তুলে দেখিকার অপেক্ষায় বসে থাকি নিরালায়জীবনের এপাশ ওপাশ জানালায়।

মুদিত চোখে আকাশ দেখিছুঁয়ে দেখি মেঘগবাক্ষ বেয়ে খানিকটা আকাশঢুকে গেছে আমার ঘরেতারাদের সাথে কথা হয় কিছুমৌন ইশারায়

জানালা গলে চড়ুই ক’টি আসে যায়ফুরৎ ফুরৎআলো-ছায়া আসে সকাল সাঁঝেআমি করিনি মানাতোমারও তো এ পথ জানা।

Advertisement

জানালার এপাশ ওপাশ খেলা।

****

ফিরিয়ে দাও

আমাকে আমার দুইশ ত্রিশটি নদী ফিরিয়ে দাওরেসকোর্স ফিরিয়ে দাও, ভাষণ ফিরিয়ে দাওসংবিধান ফিরিয়ে দাওস্বাধীনতা ফিরিয়ে দাওনূর হোসেনকে ফিরিয়ে দাওআমার কলেজপড়ুয়া সন্তানকে ফিরিয়ে দাওপাঠশালা ফিরিয়ে দাওআদমজী ফিরিয়ে দাওধোলাই খাল ফিরিয়ে দাওজল ফিরিয়ে দাওঢেউ ফিরিয়ে দাওস্লোগান ফিরিয়ে দাওমিছিল ফিরিয়ে দাওকবিতা ফিরিয়ে দাওগল্প ফিরিয়ে দাওগান ফিরিয়ে দাওপুঁথি ফিরিয়ে দাওএকতারা ফিরিয়ে দাওলালন ফিরিয়ে দাওগোল্লাছুট ফিরিয়ে দাওবাংলা ফিরিয়ে দাওআমাদের জীবন ফিরিয়ে দাওনতুবা তোমার পতাকা ফিরিয়ে নাও।

Advertisement

****

জাতিসংঘ

মান্যবর মহাসচিবআপনি আমাদের ঈশ্বরআলেকজান্ডার দ্য গ্রেটবিশ্ব আপনার মুঠোয়আপনার আছে পাঁচ খলিফাপঞ্চপাণ্ডবভেটো ক্ষমতার অধিকারী

মাননীয় মহাসচিবআপনার নিশ্চয়ই মনে আছেআব্রাহার হস্তিবাহিনীকে কীভাবেপাথর ছুঁড়ে মেরেছিল আবাবিল

এখন আর আব্রাহা নেইজনাব আপনার আবাবিলদের নিষেধ করুনপাথর ছোঁড়া বন্ধ করুনআজ আর হাতির দল নেইএখন মরছে মানুষ

কিছু মনে করবেন না মহামান্যআপনিও আমাদের আদি ঈশ্বরের মতোঠুঁটো জগন্নাথ

এসইউ/জিকেএস