জোকস

আজকের জোকস: বিজ্ঞানী নান্টুর আবিষ্কার

পৃথিবীর শক্তিশালী নেটওয়ার্ক কোনটি?বস: পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি নেটওয়ার্ক কী?কর্মী: স্যার, শক্তিশালী নেটওয়ার্ক দুটি হলো- ফিমেল আর ইমেল।বস: ব্যাখ্যা করো।কর্মী: স্যার, দুটিই নিমেষে এদিকের সমস্ত খবর ওদিকে ছড়িয়ে দিতে পারে।

Advertisement

****

বিজ্ঞানী নান্টুর আবিষ্কারনান্টুর একবার বিজ্ঞানী হবার খুব শখ হলো! সে কি নিয়ে গবেষণা করবে তা খুঁজে বের করতে না পেরে একটা তেলাপোকা নিয়ে নিলো।

চললো নিরীহ তেলাপোকার উপর নান্টুর গবেষণা। নতুন কিছু বের করার অদম্য ইচ্ছা। নান্টু তেলাপোকার একটা পা কাটল আর বলল ‘হাঁটো’।

Advertisement

তেলাপোকাটি কষ্ট করে হাঁটতে লাগলো। এরপর নান্টু আরেকটি পা কাটল এবং বলল ‘হাঁটো’! তেলাপোকাটি এবারও অনেক কষ্টে হাঁটতে লাগলো।

এভাবে নান্টু তেলাপোকার সবগুলো পা কাটল এবং আবার বলল ‘হাঁটো’।

কিন্তু তেলাপোকাটি আর হাঁটতে পারল নাহ।

গবেষণা সমাপ্তি দিয়ে নান্টু ঘোষণা দিল: সবগুলো পা কেটে ফেলার পর তেলাপোকা কানে শুনতে পায় নাহ!

Advertisement

****

যে বিয়েতে তালাকের সংখ্যা কমকাজী: বুঝলে রমিজ মিয়া, অ্যারেঞ্জড মেরিজে তালাকের সংখ্যা কম।ঘটক: তা-ই তো দেখতাছি হুজুর।কাজী: কিন্তু কেন, তা বলতে পার?ঘটক: যারা সাহস কইরা নিজের ইচ্ছায় বিয়াটাও করতে পারে না; তারা আবার তালাক দিবো কোন সাহসে?

কেএসকে/এএসএম