বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত হচ্ছে ‘শেখ ফজলুল হক মনি সাংস্কৃতিক উৎসব’। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসব।শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে এর উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী।সাংকৃতিক অনুষ্ঠান উদ্বোধনের পর আওয়ামী যুব লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ওপর স্মৃতি কথন অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেবেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান।স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন যথাক্রমে জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ।পরে গোপালগঞ্জ জেলার গুণী শিল্পী, জাতীয় পর্যায়ে নৃত্য ও সংগীতে ১ম ,২য় ও ৩য় স্থান অধিকারীদের জেলা শিল্পকলা একডেমি সম্মাননা প্রদান করা হবে। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ জানিয়েছেন, সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনে বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ্যাক্রোবেটিক দলের এ্যাক্রোবেটিক শো প্রদর্শনের মধ্য দিয়ে প্রথম দিনের বর্নাঢ্য সাংস্কৃতিক আয়োজনের সমাপ্তি ঘটবে। সাংস্কৃতিক উৎসবের ২য় দিন শুক্রবার বিকেলে কাশয়ানী, কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের সাংস্কৃতিক সংগঠন রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সুর সন্ধান শিল্পী গোষ্ঠি, ত্রিবেণী গণ সাংস্কৃতিক সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।সাংস্কৃতিক উৎসবের ৩য় দিন শনিবার বিকেলে মুকসুদপুর, টুঙ্গিপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চন্দ্রিমা শিল্পী গোষ্ঠী ও উদীচী শিল্পী গোষ্ঠি সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এস এম হুমায়ূন কবীর/এলএ/এমএস
Advertisement