শিক্ষা

ভারতের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যানের ঢাকা ত্যাগ

ভারতের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ ও প্রথম বার্ষিক সমাবর্তনে যোগ দিতে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ঢাকা ত্যাগ করেছেন। বুধবার ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার অনুষ্ঠিতব্য ওই সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রফেসর আবদুল মান্নান। পশ্চিমবঙ্গের গভর্নর এবং ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরি নাথ ত্রিপতি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।এনএম/একে/আরআইপি

Advertisement