অর্থনীতি

যান্ত্রিক ত্রুটিতে লেনদেন বিঘ্ন ডিএসইতে

কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বাভাবিক লেনদেনে বিঘ্ন ঘটেছে। বুধবার এ ক্রুটির কারণে বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজ লেনদেন করতে পারেনি বলে ডিএসই সূত্রে  জানা গেছে।লেনদেন বন্ধ থাকার কারণ হিসেবে ডিএসইর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, ডিএসইর মোবাইল অ্যাপ চালুর উদ্দেশ্যে সাইলো নামক স্টোরের কাজ চলছে। প্রতিটি সাইলোতে ২৯টি করে ব্রোকারেজ হাউজ অন্তর্ভুক্ত করা হবে। বুধবার সাইলোতে ব্রোকারেজ হাউজ অন্তর্ভুক্তিকরণের সময় ব্রোকারেজ হাউজগুলোর শাখার লেনদেন বিঘ্নিত হয়। তবে এখন পর্যন্ত কয়টি প্রতিষ্ঠান তাদের লেনদেন করতে পারেনি তা জানা যায়নি।এদিকে কারিগরি ত্রুটির কারণে গেল বছর ডিএসইতে পাঁচ কার্যদিবস লেনদেনে বিলম্ব হয়। সর্বশেষ গত ২৮ নভেম্বর সার্ভার সমস্যায় সব কোম্পানি এক সঙ্গে লেনদেন শুরু করতে পারেনি। এর আগে ১২ আগস্ট একই কারণে ১ ঘণ্টা ৪০ মিনিট লেনদেন বন্ধ ছিল। মে মাসে টানা দুই দিন কারিগরি ত্রুটির কারণে লেনদেনে বিঘ্ন ঘটে। ২৪ মে ৩ ঘণ্টা ৫০ মিনিট ও ২৫ মে পৌনে ২ ঘণ্টা লেনদেন বন্ধ থাকে।এসআই/একে/এমএস

Advertisement