আন্তর্জাতিক

পাকিস্তানে চার লাখ পর্নো সাইট বন্ধ

ইন্টারনেটে পণোগ্রাফির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। মঙ্গলবার দেশটির চার লাখেরও বেশি পর্নো সাইট বন্ধ করে দিয়েছে। বুধবার এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে চার লাখেরও বেশি পর্নোগ্রাফিক ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে। পর্নোগ্রাফির আসক্তি থেকে তরুণ-তরুণীদের দূরে রাখতে যথাযথ ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এ পদক্ষেপ নেওয়া হলো।পাক কর্মকর্তারা বলছেন, এ ধরনের ওয়েবসাইট ডোমেইন পর্যায়ে বন্ধ করা অত্যন্ত ব্যয়বহুল। এজন্য ব্যবস্থাপনায় পরিবর্তন এবং বিশেষ যন্ত্রপাতি স্থাপন করে এসব ওয়েবসাইট বন্ধ করা প্রয়োজন।এর আগে দেশটিতে ২০১১ সালে এক হাজারেরও বেশি পর্নোগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সে সময় পর্নোগ্রাফিক সিডি ও ডিভিডিও জব্দ করে ধ্বংস করা হয়। করাচিতে সিডি ও ডিভিডির দোকানের একজন মালিক ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টকে বলেন, মানুষ এখানে হলিউড কিংবা বলিউডের কোনো সিনেমা নেয়ার জন্য আসে না; তারা পর্নো সিডি ও ডিভিডি চায়। আফাক নামের ওই বিক্রেতা আরো বলেন, আমাদের দোকানের ৯০ শতাংশ আয় আসে পর্নোগ্রাফিক সিডি ও ডিভিডি বিক্রি থেকে।এসআইএস/আরআইপি

Advertisement