ক্যাম্পাস

ববি শিক্ষার্থীদের দু’দিনের আল্টিমেটাম

সদর উপজেলার কর্ণকাঠী বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্থায়ী ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষার দাবিতে দু’দিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের (ববি) সিটি ক্যাম্পাসের চারটি বিভাগের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করেন। দু’দিনের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যাওয়া না হলে তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাবেন বলে আল্টিমেটাম দেন ।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৪ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী সিটি ক্যাম্পাস থেকে ১৪টি বিভাগ কর্ণকাঠীর স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সিটি ক্যাম্পাসে ইংরেজি, বাংলা, প্রাণীবিদ্যা ও পদার্থবিদ্যা সম্মানের শিক্ষার্থীদের পরবর্তীতে নিয়ে যাওয়ার আশ্বাস দেন কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ দু’বছর পার হলেও আজ পর্যন্ত ওই চারটি বিভাগের শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়নি। এ কারণে আজ সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করে সিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা। তারা (শিক্ষার্থীরা ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছে আগামী দু’দিনের মধ্যে তাদের স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যাওয়া না হলে তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাবেন। তবে ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক জানিয়েছেন, স্থায়ী ক্যাম্পাসে নির্মাণ কাজ এখনো চলছে। এ কাজ শেষ না হওয়া পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের অস্থায়ী ক্যাম্পাসে থাকতে হবে। এক্ষেত্রে আন্দোলন করে কাজ হবে না।সাইফ আমীন/এসএস/পিআর

Advertisement