বরিশাল-পটুয়াখালী সড়কে প্রায় দু’ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাসে ওঠা নিয়ে বাক- বিতণ্ডার জের ধরে বরিশাল-পটুয়াখালী সড়কে অবরোধ করে শিক্ষার্থীরা। এতে করে ওই সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের দু’প্রান্তে দীর্ঘ গাড়ির লাইন সিষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পুলিশ ও বাস মালিক সমিতির নেতাদের হস্তক্ষেপে বাস চলাচল শুরু হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তাদের সঙ্গে প্রায়ই গাড়ির শ্রমিকরা দুর্ব্যবহার করে। আজ তিন ছাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করায় সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। রূপাতলীর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, তিন ছাত্রী বাসে উঠতে পারেনি বলে ছাত্ররা গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। একটি গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করছে। এখানে শ্রমিকদের কোনো দোষ ছিল না। একটি গাড়িতে সিট খালী না থাকায় পিছনের বাসে তাদের উঠতে অনুরোধ করা হয়েছিল। এতেই শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, একটি বাসে ২০ জন শিক্ষার্থী ওঠে। এরপরও আরও ৭ শিক্ষার্থী উঠতে চাইলে ঘটনার সূত্রপাত। তারা (পুলিশ) খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধান করা হয়।সাইফ আমীন/এসএস/পিআর
Advertisement