ফেনীর ফুলগাজিতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কর্মজীবী নারীরা। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। নির্যাতনকারী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, এ বিষয়ে কঠোর আইন প্রয়োগ করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।বক্তারা আরো বলেন, ধর্ষণ ও নির্যাতন সীমা অতিক্রম করেছে এই সব ঘটনা দমাতে হলে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। ধর্ষকদের বিচার না হওয়ার ফলে একের পর এক এ রকম ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন বক্তারা।সংগঠনের সহ সভাপতি উম্মে ঝিলমিলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরিন আক্তার, সংগঠনের সদস্য রাবেয়া আক্তার, রাশেদা খানম, নারী জোটের পক্ষে আফরোজ আইরিন প্রমুখ।এএস/এআরএস/এমএস
Advertisement