বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) নিয়ন্ত্রণাধীন কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের কাজ শুরু হয়েছে।
Advertisement
সোমবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামীতে গ্যাসক্ষেত্রে সু-খবর পাওয়া যাবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের নেতৃত্বে শ্রীকাইল নর্থ-১ এ অনুসন্ধান কূপে বিজয়-১২ রিগ দিয়ে খননের কাজ শুরু হলো। আগামীতে গ্যাস নিয়ে আপনাদের সু-খবর দিতে পারবো বলে আশা করি।’
'জ্বালানি স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে দেশীয় জ্বালানি অনুসন্ধান, নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার, বিদ্যমান গ্যাসকূপগুলোতে ডিপ ড্রিলিংয়ের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম জোরদার করছি।-পোস্টে যোগ করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ
Advertisement
এমআইএস/এমএএইচ/এমএস