অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ ছবির প্রথম গানটি ইউটিউবে প্রকাশ হয়েছিলো গেল ৭ জানুয়ারি। সেখানে রোমান্টিক শুভ-তিশাতে মজেছিলো ঢাকাই ছবির দর্শক। তবে সেটিকে ছাপিয়ে সবখানে আলোচনায় এখন প্রকাশ হওয়া ছবিটির দ্বিতীয় গান ‘আমি বাংলার হিরো’। ‘অস্তিত্ব’ ছবির টাইটেল ট্র্যাকটির ভিডিওতে দেখা গেছে সম্পূর্ণ অন্যরকম এক শুভ ও তিশাকে। যেখানে শুভকে উপস্থাপন করা হয়েছে বাংলার রিয়েল কিং এবং ড্যান্স গুরু হিসেবে। আর তিশা এসেছেন নূরানী সুন্দরীর ছায়ায়। ‘আমি বাংলার হিরো-কেন মিছে বাজি ধরো/ কাঁপাবো টেকনাফ থেকে দিল্লী/ দেব আজ চমকে-যাবে সব থমকে/ ফাটিয়ে দেব আজ দেখ তাকিয়ে/ পড়ে গেছে হৈ চৈ-সারা বিশ্ব দেখে ওই/ শুভ এসেছে আজ তোদের নাচাতে/- এমন কথার গানটিতে প্রিতম হাসানের কণ্ঠে শুভকে পরিচালক হাজির করেছেন ‘দ্য বস অব অল হিরো’, ‘দ্য রিয়েল কিং’ আরিফিন শুভ পরিচয়ে। অন্যদিকে লেমিসের কণ্ঠে ‘ডিসকো জুতো পায়ে-হালকা রোমান্স নিয়ে/ বিটের তালে তালে দেব মাতিয়ে/ আমার সুইট লুক-সবাই বলে গুড/ নূরানী সুন্দরী যাব নাচিয়ে/ নাচের তালে তালে-দোলে কোমর দোলে/ ফাটিয়ে দেব আজ দেখ তাকিয়ে/ পড়ে গেছে হৈ চৈ-সারা বিশ্ব দেখে ওই/ তিশা এসেছে আজ তোদের নাচাতে/- কথারি সঙ্গে পর্দায় হাজির হতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তিশাকে।মঙ্গলবার, ২৬ জানুয়ারি রাতে প্রকাশ হওয়া এই গানটিতে চোখে পড়ে ঢাকাই ছবির গতানুগতিক ধারার বলয় ভাঙার প্রচেষ্টা। তথাকথিত হিরো আর কিংদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই যেন আসছেন শুভ। ছবির এই গানটিতে অনন্য মামুন শুভকে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালিয়েছেন আপাদমস্তক একজন নায়ক হিসেবেই। বলাবাহুল্য, শুভ তো প্রথমবার বটেই, ঢাকাই ছবিতে নায়কের এমন এগ্রেসিভ লুক আর দৃষ্টিনন্দন উপস্থাপন খুব বেশি দর্শকেরা দেখেছেন বলে মনে হয় না। স্বভাবতই এই ছবিটিকে শুভর ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে মানছেন তার ভ্ক্ত ও অনুরাগীরা।সেইসাথে মামুন প্রশংসার দাবি রাখেন, মার্জিত পোশাকেও গ্ল্যামার আর হার্টথ্রুব লুকে তিশাকে বিউটিকুইন হিসেবে উপস্থাপনের জন্য। এরইমধ্যে গানটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে চলচ্চিত্রপাড়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সবাই ইতিবাচক সাড়া দিচ্ছেন শুভ-তিশার জুটিটি নিয়ে। বলছেন, গতানুগতিক জুুটিগুলোর একঘেয়েমিতে যখন চলচ্চিত্র মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক তখন আশা জাগানিয়া সুর হয়ে বেজেছেন শুভ-তিশা। তাদের প্রত্যাশা পর্দার মতোই টেকনাফ থেকে দিল্লী হয়ে বিশ্বজুড়ে জমে উঠবে এই জুটি। প্রসঙ্গত, নভেম্বরেই কার্লোস সালেহ প্রযোজিত ‘অস্তিত্ব’ ছবির শেষ লটের শুটিং সম্পন্ন হয়েছে। তারপরই মুক্তি পায় এর আকর্ষণীয় ফার্স্টলুক। সেটি বেশ আলোচিত হয় ঢাকাই ছবির দর্শকদের মধ্যে। বর্তমানে চলছে পোস্ট প্রডাকশন। চলতি বছরেই বিশেষ কোনো উপলক্ষে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন অনন্য মামুন।প্রসঙ্গত, শুভ-তিশা ছাড়াও ‘অস্তিত্ব’ চলচ্চিত্রে আরও অভিনয় করবেন সুচরিতা, সুজাতা আজিম, নিঝুম রুবিনা, ডন প্রমুখ।দেখুন আমি বাংলার হিরো গানটির ভিডিও : এলএ
Advertisement