দর পতন যেন পিছু ছাড়ছেনা পুঁজিবাজারের। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও আধা ঘণ্টা পরই তা পতন ধারায় চলে যায়। এ সময় স্টক এক্সচেঞ্জেই সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার অংকে লেনদেনেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এর আগে গত ২০ জানুয়ারি থেকে টানা পাঁচ কার্যদিবস দর পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, বুধবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টা পর সকাল ১১টা ৪৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬০১ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ১১১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪১ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ৮৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৪০ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে সকাল ১১টা ৪৩ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৮ হাজার ৬১৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৭৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮ কোটি টাকা।এসআই/জেএইচ/পিআর
Advertisement