জাতীয়

শিক্ষাখাতে বাজেট দিন দিন কমছে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়লেও শিক্ষাখাতে বাজেট বরাদ্দ দিন দিন কমছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বুধবার দুপুরে বন্দর নগরীর একটি জুনিয়র স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্র ফুলকুড়ি পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, যখন তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, তখন শিক্ষাখাতে বরাদ্দ ছিল ১৪ ভাগ। কিন্তু চলতি বছরে এটা কমে হয়েছে ১১ ভাগ।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাখাতে যথাযথ বাজেট ও দক্ষ শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না। এখাতে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং আমরা এগুলো উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করে চলেছি। অতীতে আমাদের শিক্ষার কোন স্ট্যান্ডার্ড ও মান ছিল না।মন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়েছে। কারণ একে পশ্চাৎমুখীতা থেকে দেশকে মুক্ত করে। ২০১৪ সালের জানুয়ারির প্রথম দিন বর্তমান সরকার ৪ দশমিক ৪৪ কোটি ছাত্র-ছাত্রীর হাতে বই তুলে দিয়েছে।শিক্ষাখাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অর্জনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক বিদেশী রাষ্ট্র বাংলাদেশের শিক্ষা পদ্ধতির প্রশংসা করেছে।এ সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষাখাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন। -বাসস

Advertisement