আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিব সন্ত্রাসকে উৎসাহিত করছেন : নেতানিয়াহু

জাতিসংঘের মহাসচিব বান কি মুন সন্ত্রাসকে উৎসাহিত করছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে বান কি মুন বলেন, দখলদারির (ইসরায়েলি) বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোই নিপীড়িত মানুষের স্বভাব। এরপরই নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে এ অভিযোগ আনলেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তৃতায় বান কি মুন সম্প্রতি ফিলিস্তিনি নাগরিকদের হাতে ইসরায়েলিদের ছুরিকাঘাতের শিকার হওয়ার ঘটনারও নিন্দা জানান।বান কি মুন বলেছিলেন, কিছু ফিলিস্তিনি, বিশেষ করে তরুণদের মধ্যে গভীর হতাশার অনুভূতি থেকে হামলার ঘটনা ঘটছে। অর্ধশতকের দখলদারি ও শান্তি-প্রক্রিয়ায় অচলাবস্থার কারণে ফিলিস্তিনিদের মধ্যে হতাশা বাড়ছে। বান কি মুনের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘ মহাসচিবের মন্তব্য সন্ত্রাসকে উৎসাহিত করে। এছাড়া সন্ত্রাসের কোনো প্রমাণ নেই।গত বছরের অক্টোবর থেকে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ করাকে কেন্দ্র করে চলমান সহিংসতায় এখন পর্যন্ত ১৫৫ ফিলিস্তিনি, ২৮ ইসরায়েলিসহ যুক্তরাষ্ট্র ও ইরিত্রিয়ার একজন করে নিহত হয়েছেন।এসআইএস/পিআর

Advertisement