জাতীয়

বাণী-বচন : ২৭ জানুয়ারি ২০১৬

বাণী:ভবিষ্যৎযার আশা নেই এবং ভয় নেই-তার ভবিষ্যৎ অন্ধকার। -স্যার জন ডেভিসপরবর্তী দিন কখনো সুখের হবে না বিগত দিনের চেয়ে।– মিল্টনযখন সবকিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও থাকে।– বোভিভবিষ্যৎকে জানার জন্যই অতীত জানা উচিত।– জন ল্যাঙ্কহনভবিষ্যৎ ভেবে কেবা বর্তমানে মরে,প্রসবের ভয় তবু পতি সঙ্গ করে।– ভারতচন্দ্রপ্রবাদ:কপাল গোনে গোপাল মেলে অর্থ : দৈবগুণে সুসন্তান মেলে -এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/পিআর

Advertisement