দেশজুড়ে

না.গঞ্জে সংঘর্ষ : চেয়ারম্যান জাকির সমর্থকদের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকের কুড়েরপাড়ে একটি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের সামনে বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় একপক্ষের মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের নির্দেশে চেয়ারম্যান জাকির হোসেনের সমর্থকদের বিরুদ্ধে পুলিশ মামলা নিয়েছে।এমপির সামনে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মতি সমর্থিত তোফাজ্জল হোসেন বাদী হয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সমর্থক ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০/১২০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন মনির হোসেন, নাজির হোসেন, খবির উদ্দিন খবু, রাব্বী, দিদার হোসেন, আরিফ হোসেন, ইমরান ও নোয়াব আলী। তবে অভিযোগ উঠেছে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটলেও এমপির নির্দেশ মোতাবেক এক পক্ষের মামলা গ্রহণ করেছে পুলিশ।এদিকে এমপির সামনে বিশৃঙ্খলা সৃষ্টি ও সংঘর্ষের ঘটনার পর নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালালকে ঘটনাস্থলে ডেকে নিয়ে জনসম্মুখে জাকির চেয়ারম্যান সমর্থকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।এদিকে অভিযোগ উঠেছে, একটি অনুষ্ঠানে এমপি সেলিম ওসমানের আগমনে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনসহ তার লোকজন নিয়ে সভাস্থলে হাজির হয়। এসময় মঞ্চ থেকে সেলিম ওসমান চেয়ারম্যান জাকিরকে মঞ্চে আসার আহ্বান করলেও তার সমর্থিত লোকদের প্রবেশে বাধা দেয় মতির লোকজন। পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আর মতির নির্দেশ ছিল সভাস্থলে জাকিরের লোকজন যাতে সভায় প্রবেশ করতে না পারে। কেউ যদি জোরপূর্বক সভাস্থলে প্রবেশের চেষ্টা করে তাহলে কঠোরভাবে দমন করবে। এতে করে জাকিরের লোকজন প্রবেশ করার সময় বাধা সৃষ্টির পরই সংঘর্ষের রূপ নেয়। কিন্তু এমপি সেলিম ওসমান নিরপেক্ষ বিচার না করে মতির পক্ষ অবলম্বন করে জাকিরের লোকদের বিরুদ্ধে পুলিশকে মামলা দায়েরের নির্দেশ দেন বলে আলীরটেকবাসী অভিযোগ করেন।মামলায় উল্লেখ করা হয়, সোমবার আলীরটেকের কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান। অনুষ্ঠানের তদারকে ছিলেন সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মতি। অনুষ্ঠান চলাকালে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনসহ তার লোকজন সভা মঞ্চে এসে বিশঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে চাইলে সভার স্বেচ্ছাসেবকরা তাদেরকে বাধা দিয়ে গেলে জাকিরের লোকজন স্বেচ্ছাসেবকদের উপর হামলা চালায়। এতে কয়েকজন আহতসহ তাদের কাছ থেকে টাকা পয়সাসহ মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জাগো নিউজকে জানান, আলীরটেকে বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একপক্ষের মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিসহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এমপি নির্দেশে মামলা দায়ের করা হয়েছে ওসি শাহজালালকে এমন প্রশ্ন করা হলে তিনি অস্বীকার করেন।মো. শাহাদাত হোসেন/বিএ

Advertisement