ছয়বার স্বাস্থ্য পরীক্ষার পর করোনামুক্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। খুব শিগগির তিনি সিলেট ও নিজ নির্বাচনী এলাকা সুনামগঞ্জে যাবেন বলে জানিয়েছেন।
Advertisement
জানা যায়, গত ১৪ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা করান পরিকল্পনামন্ত্রী। ১২ জুন সকালে নমুনা দেন। পরদিন ১৩ জুন মন্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি একনেক সভায় অংশ নেননি। ওই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা পজিটিভ হওয়ার কিছুদিন পরেই সিলেটসহ মন্ত্রীর নির্বাচনী এলাকা সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আকুতি নিয়ে পাঁচবার স্বাস্থ্য পরীক্ষা করান মন্ত্রী। প্রতিবারই পজিটিভ ধরা পড়েন। তবে শুক্রবার (২৪ জুন) রাতে তিনি করোনা নেগেটিভ হন।
আরও জানা গেছে, করোনা নেগেটিভ হলেও মন্ত্রীর শারীরিক দুর্বলতা এখনো কাটেনি। বর্তমানে তিনি রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে অবস্থান করছেন।
Advertisement
এদিকে, সিলেটে বন্যা শুরু হওয়ার পরপরই তার পক্ষ থেকে ত্রাণসামগ্রী সংগ্রহ করে বিতরণ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে মন্ত্রী সশরীরে তার নির্বাচনী এলাকার বানভাসী মানুষের পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন।
পরিকল্পনামন্ত্রী জাগো নিউজকে বলেন, বারবার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর শুক্রবার রাতে করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। তবে শরীরের দুর্বলতা এখনো যায়নি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে আমার এলাকায় যাবো, মানুষের পাশে দাঁড়াবো।
এমওএস/এসএএইচ/এএসএম
Advertisement