জাতীয়

বিমান দুর্ঘটনা তদন্তকারী হিসেবে স্বীকৃতি পেলেন ৩ পাইলট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনজন সিনিয়র পাইলটকে উড়োজাহাজ দুর্ঘটনা তদন্তকারী হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। তারা হলেন; ক্যাপ্টেন ফরহাত হাসান জামিল, বোয়িং-৭৭৭ উড়োজাহাজ বহরের প্রধান, ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন, আঞ্চলিক সহ-সভাপতি, ইফালপা (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন), ক্যাপ্টেন সোয়েব চৌধুরী, সহ-সভাপতি, বাপা (বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস্ অ্যাসোসিয়েশন)।পাইলটদের এই সফলতা দেশের অ্যাভিয়েশন শিল্প, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সিভিল অ্যাভিয়েশন অথরিটির জন্য একটি মাইলফলক। এর আগে বাংলাদেশের কোনো পাইলট এ কোর্সের আন্তর্জাতিক সনদ পাননি। এ তিন জন পাইলট হচ্ছেন এ কোর্সের অগ্রদূত (পাইওনিয়ার)। সিঙ্গাপুরে চলতি মাসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিঙ্গাপুর অ্যাভিয়েশন একাডেমিতে অনুষ্ঠিত ‘উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত কৌশল এবং ব্যবস্থাপনা’ কোর্স সফলভাবে সম্পন্ন করে সার্টিফিকেট গ্রহণ করেছেন। সিঙ্গাপুর অ্যাভিয়েশন একাডেমি, আন্তর্জাতিক মানসম্পন্ন সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব সিঙ্গাপুর (সিএএএস)-এর একটি অংশ। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশন (ICAO), ট্রান্সপোর্ট সেফটি বোর্ড কানাডা, এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো অব সিঙ্গাপুর (AAIB-S), ইইউ-চায়না সিভিল এভিয়েশন প্রজেক্ট (EUCCAP), ইফালপা (IFALPA) এবং সিংগাপুর অ্যারোমেডিক্যাল সেন্টার এর প্রতিনিধিগণ কোর্সের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন।আরএম/এসএইচএস

Advertisement