মহামারির কারণে গত দুই বছর বন্ধ থাকার পর ফের শুরু হলো ‘ষষ্ঠ ঢাকা বাইক শো-২০২২’। সেমস গ্লোবাল ইউএসএ’র আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুন) প্রদর্শনীটির উদ্বোধন করা হয়। বাইক শোটি হচ্ছে রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে।
Advertisement
একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ‘১৫তম ঢাকা মোটর শো ২০২২’, ‘পঞ্চম ঢাকা অটোপার্টস শো- ২০২২’ এবং ‘চতুর্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো- ২০২২’। ২৩-২৫ জুন তিন দিনব্যাপী এসব প্রদর্শনী চলবে।
যৌথভাবে একই সময়ে অনুষ্ঠিতব্য এসব প্রদর্শনীতে ভারত, মালয়েশিয়াসহ আরও ১৫টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ২৮৭টি প্রদর্শক, ৫৩০টি বুথের মাধ্যমে অংশ নিচ্ছে।
এদিকে প্রদর্শনীতে দর্শনার্থীদের নজর কেড়েছে উত্তরা মোটরস লিমিটেডের গ্রামীণ জনপদের জন্য তিন চাকার অ্যাম্বুলেন্স। যার আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা।
Advertisement
এমআইএস/জেডএইচ/এমএস