অর্থনীতি

দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ

শেষ মুহূর্তে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকালে দর্শনার্থী কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব বয়সী ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। মঙ্গলবার বিকেলে মেলা প্রাঙ্গণ ঘুরে এ চিত্র দেখা গেছে।বিকাল ৫টার দেখা যায়, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রর সামনে থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত উপচে  ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। দর্শনার্থীদের স্রোতে মেলায় যেন তিল ধারণের ঠাঁই নেই। মেলায় দর্শনার্থী বাড়তে থাকায় এ সময় বিক্রেতাদেরও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। এবছর রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ক্রেতা-দর্শনার্থীদের সারা গত বছরের তুলোনায় ভালো পাওয়া যাচ্ছে বলে জানান মেলায় অংশ নেওয়া স্টল-প্যাভিলিয়নের মালিকরা।  এদিকে, মেলায় ক্রেতা-দর্শনার্থীরা বেশি আগ্রহ  গৃহস্থলি বিভিন্ন পণ্যের প্রতি। প্লাস্টিক পণ্যের পাশাপাশি রয়েছে প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরণের ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক গৃহস্থলি পণ্য।মেলায় প্লাস্টিক মেলামাইনের পণ্য  নিয়ে অংশ নেওয়া আরএফএল ইতালিয়ান প্যাভিলিয়নে দায়িত্বরত কর্মকর্তা আহসান বলেন, স্বল্পমূল্যে আকর্ষণীয় ডিজাইনে পণ্য তৈরি করায় আরএফএলের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ একটু বেশি। ইতালিয়ান প্যাভিলিয়নে মেলামাইনের তৈরি প্লেট, মগ, গ্লাস, বাটি, ট্রে, স্যুপ সেট, চামচ, বোল, জগ, হটপট,পানির বোতলসহ হরেক রকমের পণ্য পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষ্যে সব পণ্যে ২০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও ৪০০টাকার মেট্রো ফ্যামিলি কমবো প্যাক ১০০ টাকা ছাড়ে দেওয়া হচ্ছে মাত্র ৩০০ টাকায়। সঙ্গে প্লাস্টিকের বালতি ফ্রি দেওয়া হচ্ছে।আক্তার ফার্নিচারের ডিজিএম (বিক্রয়) মো. তাজুল ইসলাম বলেন, আমাদের কোম্পানি ফার্নিচার পণ্যে বাণিজ্য মেলা উপলক্ষ্যে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। এ কারণে ক্রেতাদের আগ্রহ রয়েছে। মেলায় আর পাঁচ দিন বাকি রয়েছে। শেষ সময়ে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। অর্ডারও ভালো হচ্ছে বলে জানান তিনি।  মেলায় আসা রাজধানীর সেগুণ বাগিচার মো. ফেরদৌস হোসেন বাবু বলেন, মেলায় হরেক রকমের পণ্য পাওয়া যায় বলে প্রতি বছরই মেলার অপেক্ষায় থাকি।এবার মেলা থেকে একটি ব্লেজার কিনতে এসেছি। শেষ সময়ে আনেক পণ্যের ছাড় দেয়, দাম একটু কম থাকে।  উল্লেখ্য, ১ জানুয়ারি মাস ব্যাপি ২১ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ মোট ২২টি দেশ অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য বা টিকিট মূল্য ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য থাকছে ২০ টাকা করে।এসআই/এএইচ/আরআইপি

Advertisement