ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদ। তবে ক্যারিবিয়ান দ্বীপুপঞ্জে যেতে না পারলেও সেখানে তাসকিন ঠিকই হাজির হয়ে গিয়েছিলেন। দলের নানা আলোচনায় উঠে এসেছে তাসকিনের নাম।
Advertisement
এমনকি অ্যান্টিগা টেস্ট শেষ হওয়ার পর যখন মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান, তখনও উঠে এসেছিল তাসকিনের নাম। সে আলোচনায় যোগ দিয়ে তাসকিনের উচ্ছ্বসিত প্রশংসা করেন সাকিব। জানিয়ে দেন, বাংলাদেশের পেসারদের বর্তমান যে উন্নতি চোখে পড়ছে, এর পেছনে তাসকিনের অবদান রয়েছে। সব পেসারেরই উচিৎ তাসকিনকে ফলো করা।
অ্যান্টিগায় সাকিবের এই প্রশংসা দেশে বসে স্বাভাবিকভাবেই শুনেছেন তাসকিন আহমেদ। শুনে বেশ ভালো লেগেছে তার। উপস্থিত না থেকেও সাকিবের মত একজনের মুখ থেকে প্রশংসা বাক্য শুনলে কার না ভালো লাগবে?
আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে উঠে আসে সাকিবের সেই প্রশংসা করার প্রসঙ্গও। তখন তাসকিন বলেন, ‘এটা আসলে নো ডাউট (কোনো সন্দেহ নেই) তিনি একজন লিজেন্ড। তিনি যখন বলেছেন, পার্সোনালি খুবই ভালো লেগেছে আমার। আরো অনুপ্রাণিত করেছে আমাকে যে, আমি আরো ভালো করতে পারব। খুব ভালো লেগেছে আসলে।’
Advertisement
আইএইচএস/