ধর্ম

আনন্দ সংবাদে বিশ্বনবী যা করতেন

ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। হাসি-কান্না, দুঃখ-বেদনা, আনন্দ-ব্যথা, উত্থান-পতন সর্বাবস্থায় কি করতে হবে ইসলাম সব বিষয়ে আলাদা আলাদা নির্দেশনা দিয়েছেন। সে রকমই আনন্দ সংবাদ শুনে আমাদের করণীয় কি হবে, তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে স্পষ্ট বর্ণনা রয়েছে। যা উল্লেখ করা হলো-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আনন্দের সংবাদ আসলে তিনি আল্লাহ তা‘আলারশুকরিয়া আদায় স্বরূপ সিজদায় পড়ে যেতেন। (আবু  দাউদ তিরমিজি, মিশকাত)আনন্দের সময় ‘আল্লাহু আকবার’ বলে আনন্দ প্রকাশ করতেন। (বুখারি)সুতরাং উম্মাতে মুসলিমার উচিত, আনন্দের সময় আল্লাহ সিজদা করে শুকরিয়া আদায়ের পাশাপাশি আল্লাহর তাসবিহ পড়ার মাধ্যমে সুন্নাতি আমলের জিন্দেগি যাপন করা। আল্লাহ তাআলা আমাদের উক্ত আমল করার দাওফিক দান করুন। আমিন।এমএমএস/আরআইপি

Advertisement