জাতীয়

বন্যাদুর্গত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যমান ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যাদুর্গত এলাকায় প্যারাসুটের মাধ্যমে ত্রাণ বিতরণ করছে বিমান বাহিনী।

Advertisement

মঙ্গলবার (২১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ দিন বিমান বাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার, দুটি বেল-২১২ হেলিকপ্টার ও দুটি এল-৪১০ পরিবহন বিমানের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জের দুর্গম অঞ্চলে বন্যার্ত মানুষের মাঝে প্রায় ৮০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

আইএসপিআর থেকে আরও জানানো হয়, প্যাকেটগুলো বিশেষ উপায়ে পানিরোধক আবরণে মোড়কজাত এবং নিয়ন্ত্রিতভাবে প্যারাসুটের মাধ্যমে হেলিকপ্টার ও পরিবহন বিমান থেকে ফেলা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি (যেমন: দিয়াশলাই, ম্যাচ বক্স ইত্যাদি) অন্তর্ভুক্ত ছিল। দুর্যোগ চলাকালে ও পরবর্তী সময়ও বিমান বাহিনীর এরূপ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় আইএসপিআর।

Advertisement

এ দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারের মাধ্যমে ওই অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এইচএ/এমপি