ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট এলাকায় অসুস্থ হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা এক পথচারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
Advertisement
মঙ্গলবার (২১ জুন) দুপুরের দিকে চরভদ্রাসন ইউএনও তানজিলা কবির ত্রপা অসুস্থ ওই নারীকে নিজের গাড়িতে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন।
ওই নারীর নাম ছালমা বেগম (৫০)। তিনি ময়মনসিংহের গৌরীপুর গ্রামের ফজল হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক সপ্তাহ আগে পার্শ্ববর্তী সদরপুর উপজেলার বাইশ রশি গ্রামে মেয়ে জামাই রেজাউল করিমের বাড়িতে বেড়াতে আসেন ছালমা বেগম। বেড়ানোর পর মঙ্গলবার সকালে তিনি একা নিজ বাড়ি ময়মিনসিংহের উদ্দেশ্যে রওনা হন। দুপুরের দিকে উপজেলার গোপালপুর পদ্মা নদীর ঘাটে আসার পর উচ্চ রক্তচাপজনিত কারণে অচেতন হয়ে মাটিতে পড়ে যান।
Advertisement
পরে ঘাট কর্তৃপক্ষ ইউএনওকে বিষয়টি জানালে তিনি দ্রুত ছুটে এসে ওই নারীকে উদ্ধার করেন। তিনি নিজ গাড়িতে করে ওই নারীকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অসুস্থ ছালমা বেগমের মেয়ে জামাতা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘ইউএনও আমার অসুস্থ শাশুড়ির প্রতি যে মানবতা দেখিয়েছেন তাতে আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো। তার এ মহানুভবতা আমাদের পরিবারে আদর্শ হয়ে থাকবে। তিনি আমার শাশুড়ির প্রাণ বাঁচিয়েছেন।’
তিনি আরও বলেন, রক্তচাপজনিত কারণে আমার শাশুড়ি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন।
এ বিষয়ে চরভদ্রাসন ইউএনও তানজিলা কবির ত্রপা জাগো নিউজকে বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি মানুষের সেবা করার। কেননা সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। যত আইনকানুন, বিধিবিধান সৃষ্টি হয়েছে সবই মানুষের শান্তি-শৃঙ্খলার জন্য। তাই আমি আমার অবস্থান থেকে কেবল মানবিক দায়িত্ব পালন করেছি।’
Advertisement
এন কে বি নয়ন/এসআর/এএসএম