দেশজুড়ে

হিলিতে আন্তর্জাতিক শুল্ক দিবস পালিত

দিনাজপুরে হিলি শুল্ক স্টেশনের উদ্যোগে আন্তর্জাতিক শুল্ক দিবস পালিত হয়েছে। ‘ডিজিটাল কাস্টমস ইনজেজমেন্ট’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি শুরু হয়।দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় হিলি শুল্ক স্টেশন চত্বর থেকে সহকারী কমিশনার তাহেরুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বন্দর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন- পানামা হিলি পোর্ট লিংক লি.,  হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্ধ। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন- হিলি স্থল শুল্ক স্টেশনের নবাগত সহকারী কমিশনার (এসি) তাহেরুল আলম চৌধুরী, রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম ও নুরুজ্জমান, সহকারী রাজস্ব কর্মকর্তা রনবীর চন্দ্র বর্মন, আব্দুল কাদের এবং নবনির্বাচিত পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। এমদাদুল হক মিলন/এসএস/এমএস

Advertisement