দেশজুড়ে

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রীদের বিক্ষোভ

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বহুতল বিজ্ঞান ভবন, ছাত্রী হোস্টেল, অধ্যক্ষের বাসভবন ও খেলার মাঠ রক্ষার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন-সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী হাফসা আহম্মেদ ও রুমা আক্তারসহ কয়েকজন। সমাবেশ শেষে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী আসাদুজ্জামান কবিরের নিকট দাবি সম্বলিত একটি লিফলেট প্রদান করে।সমাবেশে বক্তারা সরকারি এই কলেজের সম্পত্তি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।উল্লেখ্য, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজসহ এর বিজ্ঞান ভবন, ছাত্রী হোস্টেল, অধ্যক্ষের বাস ভবন ও খেলার মাঠ সরকারি খাস সম্পত্তি। প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়ম অনুযায়ী এসব সম্পত্তি প্রতিষ্ঠানের নামে সরকার বরাদ্ধ দিয়েছে। কিন্তু সম্প্রতি একটি চক্র এসব জমির মালিকানা দাবি করে আদালতে একটি মামলা দায়ের করেছেন।বি.এম খোরশেদ/এসএস/এমএস

Advertisement