স্বাস্থ্য

করোনা শনাক্তের হার ১০ শতাংশ ছাড়ালো

টানা ২০ দিন পর দেশে মহামারি করোনাভাইরাসে একজনের মৃত্যুর খবর এসেছে। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে প্রাণঘাতি এ ভাইরাসে শনাক্তের হার ছাড়িয়েছে ১০ শতাংশ। এসময়ে শনাক্তের হার বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে। 

Advertisement

এতে গত ১৭ ফেব্রুয়ারির পর দৈনিক শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ ছাড়ালো। আগের দিন গতকাল রোববার শনাক্তের হার ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ।

সোমবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছে ৮৭৩ জন। একদিনে এরচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সবশেষ গত ২৮ ফেব্রুয়ারি। ওইদিন দৈনিক শনাক্তের সংখ্যা ছিল ৮৯৭ জন।

Advertisement

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩২ জনে। সবশেষ গত ৩০ মে করোনায় মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এদিনে করোনায় সংক্রমিত হয়েছেন আরও ৮৭৩ জন। এ নিয়ে দেশে মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮৯৯ জন।

২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৬টি নমুনা সংগ্রহের বিপরীতে নমুনা পরীক্ষা হয়েছে ৮ হাজার ২৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

Advertisement

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এমকেআর/এএসএম