রাজনীতি

ক্ষমতায় টিকে থাকতেই খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হয়েছে।তিনি বলেন, ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে দেয়া বক্তব্যের ক্ষুদ্র অংশের বিকৃত ব্যাখ্যা দিয়ে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ফখরুল বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বৃদ্ধির পরিকল্পনা করে বাস্তবায়ন করেছেন খালেদা জিয়া।তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে পারে এর লেশ মাত্র নেই। এটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন অপচেষ্টা। রাজনীতি থেকে খালেদাকে দূরে রাখতেই এ মামলা।তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে খালেদা জিয়াকে মোকাবেলা করতে সরকার ব্যর্থ হয়েছে। তাই এখন মিথ্যা মামলার অাশ্রয় নিয়েছে। সরকার তথা আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হওয়ায় এমন করছে বলেও মন্তব্য করেন তিনি।খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান। পাশাপাশি দ্রুত এ মামলা প্রত্যাহারের আহ্বান জানান।মির্জা ফখরুল বলেন, বিরোধী নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে আটক রাখলে অরাজনৈতিক শক্তি প্রাধান্য বিস্তার করবে। কেউ ঠেকাতে পাবে না। কারো জন্য এটা শুভ হবে না।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।এমএম/এআরএস/এমএস

Advertisement