দেশজুড়ে

মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি : নিখোঁজ ২০

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএম নুরুজ্জামান।

Advertisement

এদিকে নিখোঁজদের মধ্যে ফাহিম নামে এক শিশুর পরিচয় পাওয়া গেছে।আহত ট্রলারের যাত্রীরা জানান, ৫০/৬০জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারটি হাইমচরের ঈশানবালারচর থেকে ছেড়ে বিভিন্ন চরে স্টপেজ দিয়ে তেলিরমোড় আসছিল। পথিমধ্যে মেঘনায় ঘন কুয়াশার আড়ালে থাকা তৈলবাহী জাহাজের ধাক্কায় ট্রলারটি মুহূতের মধ্যে ডুবে যায়। এ সময় সাঁতরিয়ে ও জেলেদের সহায়তায় ৩৫ যাত্রী তীরে উঠতে সক্ষম হয়েছে। এদের মধ্যে আহত ৭ জনকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনও ২০ যাত্রী নিখোঁজ রয়েছে। স্থানীয়ভাবে উদ্ধার কাজ চলছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনি মৃতদের পরিবারকে ১০ হাজার টাকা দেয়া ঘোষণা দেন।ইকরাম চৌধুরী/এসএস/এমএস