ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসিবুল হাসান আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেদেশে সরকারি ছুটি থাকায় সেখানকার ব্যবসায়ীরা পণ্য আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস
Advertisement