দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫৯৬ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ।
Advertisement
তবে গত ২৪ ঘণ্টায়ও করোনাভাইরাসে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা যা ছিল, অর্থাৎ ২৯ হাজার ১৩১ জনই রয়েছে।
রোববার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জনে।
Advertisement
এছাড়া ২৪ ঘণ্টায় সারাদেশে ৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এএএম/এমকেআর/জিকেএস
Advertisement