খেলাধুলা

সিলেটে বন্যা, এইচপি ক্যাম্প সরিয়ে আনা হলো ঢাকায়

প্রবল বন্যায় ভাসছে সিলেট-সুনামগঞ্জ। জীবন থমকে গেছে সিলেট ও সুনামগঞ্জবাসীর। বন্যাক্রান্ত মানুষদের আবাসনে ছেড়ে দেয়া হয়েছে সিলেট স্টেডিয়াম। এ বিভীষিকাময় পরিস্থিতিতে সেখানে দেশের তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের প্রশিক্ষণ ক্যাম্প চালু রাখা অলীক কল্পনা।

Advertisement

তাই বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অবাসিক ক্যাম্প সিলেট থেকে সরিয়ে ঢাকায় নিয়ে আসা হয়েছে। শনিবারই সিলেট থেকে রাজধানীতে এসে পৌঁছেছে এইচপির বহর। রাজধানীর হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিকে অস্থায়ী আবাসিক ক্যাম্প চালু হচ্ছে আজ থেকেই।

এরই মধ্যে অনুশীলন শুরু হয়ে গেছে হোম অব ক্রিকেট শেরে বাংলাংয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের আগপর্যন্ত ঢাকায়ই হবে অনুশীলন। ঈদের পর এইচপির পুরো বহর চলে যাবে খুলনা স্টেডিয়ামে। সেখানে ১৪ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত হবে আবাসিক ক্যাম্প।

এর আগে চলতি মাসের ৩০ তারিখ থেকে ২ জুলাই পর্যন্ত রাজশাহীতে বাংলাদেশ টাইগার্সের সঙ্গে একটি তিনদিনের ম্যাচ খেলবে এইচপির তরুণরা। এছাড়া খুলনায় আবাসিক ক্যাম্প চলাকালীন বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের সঙ্গে বেশ কয়েকটি ম্যাচে অংশ নেবে এইচপি।

Advertisement

এর মধ্যে টাইগার্সের বিপক্ষে দুইটি চার দিনের ম্যাচ ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এইচপির তরুণরা। 'এ' দলের বিপক্ষে ঈদের পরে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে চাম্পাকা রামানায়েকের শিষ্যরা।

ওপরের তথ্য জানার পর নিশ্চয়ই মনে হচ্ছে, এসব প্রতিভাবান তরুণদের কি শুধু ঘরের মাঠে নিজ দেশের অগ্রজদের সঙ্গে খেলে খেলেই দিন কাটবে? তাদের কি দেশের বাইরে ভিন্ন পরিবেশ ও অন্য প্রতিপক্ষের বিপক্ষে খেলার ব্যবস্থা করা হবে না? এক্ষেত্রে এইচপির তরুণরা নিজেদের খানিক দূর্ভাগা ভাবতেই পারেন।

এ বছর এইচপির দুটি বিদেশ সফর ছিল- একটি আয়ারল্যান্ডে, অন্যটি শ্রীলঙ্কায়। জুলাই মাসে আয়ারল্যান্ডে খেলতে যাওয়ার কথা ছিল এইচপি দলের। করোনার কারণে সে সফর বাতিল হয়েছে। সেপ্টেম্বরে ছিল শ্রীলঙ্কা ট্যুর। দেশটির অভ্যন্তরীণ অবস্থার কারণে সে সফরও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দুটি সফরই হবে আগামী বছর।

আগেই জানা, শ্রীলঙ্কার চাম্পাকা রামানায়েকের অধীনে চলছে এইচপির অনুশীলন। ব্যাটিং কোচ হিসেবে আছেন এহসান। উইকেট কিপিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন গোলাম মুর্তজা। এছাড়া ট্রেনার হিসেবে আছেন তুষার কান্তি হাওলাদার। ফিজিও শাওন। এইচপি ক্যাম্প পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন জামাল বাবু।

Advertisement

এআরবি/এসএএস/এমএস