মুরগির মাংস প্রায়ই পাতে রাখেন কমবেশি সবাই। মুরগির মাংসের ঝোল, ভুনা কিংবা রোস্টই বেশিরভাগ মানুষ খান। আবার চিকেন ফ্রাই থেকে শুরু করে চিকেন ললিপপ, বারবিকিউ, উইংস, চাউমিন, পাস্তা ইত্যাদি তো আছেই।
Advertisement
তবে ঘরেই যদি চিকেনের বিশেষ পদ তৈরি করতে চান তাহলে রাঁধুন ডাব-মুরগি। একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন রেসিপি-
উপকরণ
১. মুরগির মাংস আধা কেজি২. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ৩. আদা কুচি ১ টেবিল চামচ৪. রসুন কুচি ১ টেবিল চামচ৫. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ৬. হলুদ গুঁড়া ২ চা চামচ৭. নারকেলের দুধ আধা কাপ৮. বাদামের পেস্ট ২ টেবিল চামচ৯. তেঁতুলের ক্বাথ ১ চা চামচ১০. টমেটো কুচি আধা কাপ ও১১. লবণ প্রয়োজনমতো।
Advertisement
পদ্ধতি
প্রথমে প্যানে তেল গরম করে তাতে আদা, পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ ভেজে নিন। এরপর নারকেলের দুধ মিশিয়ে নিতে।
কিছুক্ষণ নেড়ে বাদামের পেস্ট ও বাকি মসলা, লবণ ও লেবু দিয়ে আগে থেকে মেরিনেট করা মাংসের টুকরোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিন।
এবার একটি ফাঁকা শুকনো ডাবের মধ্যে কষানো মাংস ভরে ডাবের মুখ আটকে মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে সেদ্ধ করে নিন।
Advertisement
নির্দিষ্ট সময় পর অভেন থেকে ডাব বার করে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা ডাব-মুরগির সুস্বাদু রেসিপি।
জেএমএস/এমএস