জাতীয়

বাণী-বচন : ২৬ জানুয়ারি ২০১৬

বাণী:চিন্তাকম চিন্তাশীল ব্যক্তিই অধিক কথা বলে।– মনটেঙ্কবাড়ে চিন্তা যত চিন্তা কর।–রবীন্দ্রনাথ ঠাকুরচিন্তা কর বেশি, কথা বল কম এবং লেখো আরো কম।– ইতালীয় প্রবাদমানুষ চিন্তা করে আর বিধাতা পথ দেখায়।–উইলিয়াম ল্যাং ব্যান্ডচিন্তা ব্যতীত শিক্ষা হচ্ছে বৃথা, আর শিক্ষা ছাড়া চিন্তা বিপজ্জনক।– কনফুসিয়াসপ্রবাদলোম বাছতে কম্বল উজাড়অর্থ : সম-প্রকৃতির জিনিস পৃথক করা নিরর্থক-এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/পিআর

Advertisement