নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না। মানুষ খুন করে কখনো ইসলাম কায়েম হতে পারে না। ধর্মের নামে কেউ জঙ্গিবাদসহ নাশকতা সৃষ্টি করলে আমরা মেনে নিতে পারবো না।সোমবার রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুরে এলাকাবাসী ও যুবকদের উদ্যোগে আয়োজিত চারদিনব্যাপি ওয়াজ ও দোয়া মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।শামীম ওসমান বলেন, ইসলামকে নিয়ে যারা বিভ্রান্ত সৃষ্টি করে তাদের বিচার আল্লাহ-ই জানেন কেয়ামতের দিন কী করবে। ইসলামের দোহাই দিয়ে যারা নানা অপকর্ম করে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। ইসলাম অন্য ধর্মকেও শ্রদ্ধা-সম্মান করার জন্য নির্দেশ দিয়েছে। প্রত্যেক ধর্মের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার শিক্ষা দেয়।ফতুল্লা থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, আবু হাসনাত শহীদ মো. বাদল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক প্রমুখ।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হজরত মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী। এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাও. মুফতি ফারুক আহম্মেদ ও মুফতি ওসমান গণি।মো. শাহাদাত হোসেন/বিএ
Advertisement