হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩৩ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। সোমবার রাত ১১টা ১৫ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আগত মালিন্দো এয়ারের একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) শহিদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালিন্দো এয়ারের ওডি-১৬২ নম্বর ফ্লাইটের একটি সিট কাভারের নিচ থেকে ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের ওই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।বারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি টাকা। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভম হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।এআর/জেইউ/বিএ
Advertisement