খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে ফিরতে চায় ভারত

ওয়ানডে সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে নিজেদের ফিরে পেতে চায় ভারত। মঙ্গলবার প্রথম ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া সিরিজে কেবলমাত্র ফিরে পাওয়া নয় নিজ মাঠে আগামী মার্চ-এপ্রিলে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের আগে দলের সঠিক কম্বিনেশনও ঠিক করতে চায় টিম ইন্ডিয়া।মাত্রই স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ১-৪ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে সফরকারী ভারত। ফলে এ পর্যন্ত হতাশাজনক সফরের পর নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য টি-২০ সিরিজই হবে দলটির সামনে একটি বড় সুযোগ। উভয় দলই আইসিসি বিশ্বকাপের জন্য এ সিরিজের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করবে।বিশেষ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। যারা বড় টুর্নামেন্টের আগে টি-২০ লাইন আপ ঠিক করার শেষ সুযোগ পাচ্ছে। কেননা এ সিরিজের পরও নিজেদের সঠিক কম্বিনেশন ফিরে পাওয়ার জন্য বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে একটা সুযোগ পাচ্ছে ভারত।মূলত ভারত খুব বেশ টি-২০ ম্যাচ খেলে না। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট সুচিতে টি-২০ অন্তর্ভুক্ত হওয়ার পর তারা মাত্র ৫৭টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ২৮টি খেলেছে ২০০৭, ২০০৯, ২০১০, ২০১২ এবং ২০১৪ টি-২০ বিশ্বকাপে।যেমন ২০০৬ সালের ডিসেম্বরে ভারতীয় দল প্রথম টি-২০ ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দ্বিপাক্ষিক মাত্র ২৯টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। ১৫ ম্যাচে পরাজয় এবং ১৪টি জয় পাওয়ায় টি-২০ বিশ্বকাপের বাইরে দলটির রেকর্ডও খুব বেশি সমৃদ্ধ নয়।তবে এ সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ায় রেকর্ডটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে খুব বড় কিছু নয়। তবে এখানকার কন্ডিশন অবশ্যই ভিন্ন হবে।শেষ হওয়া ওয়ানডে সিরিজের ন্যায় মাত্র বিগ ব্যাশেও হয়ে হাই স্কোরিং ম্যাচ এবং আসন্ন টি-২০ সিরিজেও পিচ ব্যাটিং সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে স্পিন সহায়ক পিচ হবে বলে ধারণা করা হচ্ছে। তাই এখানকার কন্ডিশন দিয়ে সব কিছু বিবেচনা করা যাবে না। তবে এখানকার কন্ডিশন দিয়েও অনেক কিছুই বিচার করা যাবে।ভারতের জন্য এটা হবে দলের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া, বিশেষ করে তাদের মূল শক্তি ব্যাটিং লইন আপ। ক্যানবেরাতে ইনজুরিতে পড়ার পর এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় প্রথম টি-২০ ম্যাচ থেকে নাম প্রত্যাহার করেছেন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।এমনকি তার অবর্তমানেও সঠিক ব্যাটিং লাইন আপ খুঁজে পাওয়ার বিষয়ে আশাবাদী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাটিং লঅইন আপ যাই থাকুক না কেন দলের বোলিং আক্রমণ নিয়েও কিছুটা চিন্তিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পক্ষান্তরে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও রয়েছে দুর্দান্ত ফর্মে। যার প্রমাণ মিলেছে ওয়ানডে সিরিজে।তবে ওয়ানডে জিতলেও সংক্ষিপ্ত ভার্সনের এ সিরিজে সফরকারী দলের ঘুরে দাঁড়ানোর বিষয়ে পুরোপুরি সচেতন স্বাগতিক অধিনায়ক এ্যারন ফিঞ্চ। সব কিছু মিলিয়ে ব্যাটসম্যানদেও আরেক জমজমাট লড়াইয়ের আশা করছে ক্রিকেট বিশ্ব।অস্ট্রেলিয়া দল (সম্ভাব্য) : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, ক্রিস লিন, জেমস ফকনার, ম্যাথু ওয়াডে, নাথান লিঁয়, ক্যামেরন বয়সে, ট্রাভিস হেড, জন হেস্টিংস, স্কট বোল্যান্ড, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, শন টেইট, শেন ওয়াটসন।ভারত দল (সম্ভাব্য) : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, হার্ডিক পান্ডে, গুরকিরাত সিং, ঋষি ধাওয়ান, রবিন্দ্র জাদেজা, আর অশ্বিন, হরভজন সিং, জসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা, উমেষ যাদব, অজিঙ্কা রাহানে।বিএ

Advertisement