প্রবাস

সিঙ্গাপুরে দেওয়ালচাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সিঙ্গাপুরে কাজ করার সময় দেওয়ালচাপায় ৪১ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এ খবর নিশ্চিত করেছে।

Advertisement

ওই প্রতিবেদনে বলা হয়, গত ১০ জুন তিনি দেওয়ালচাপায় মারা যান। দুর্ঘটনার পরপরই তাকে দেওয়ালের নিচ থেকে উদ্ধার করেন সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্সের উদ্ধারকারীরা। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় বলেছে, ঘটনার দিন স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে তাই হোয়ান হাইটসের দুর্ঘটনার ব্যাপারে তাদের জানানো হয়।

এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে সিঙ্গাপুরের ওয়ার্কপ্লেস সেইফটি অ্যান্ড হেলথ (ডব্লিউএসএইচ) কাউন্সিল।

Advertisement

এ নিয়ে এক প্রশ্নের জবাবে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সাধারণ নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে যেকোনো নির্মাণ কাজের শুরুতে নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা উচিত।

এ দুর্ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সিঙ্গাপুরের মানবসম্পদ মন্ত্রণালয়। চলতি বছরের এখন পর্যন্ত সিঙ্গাপুরে এ ধরনের ২৬টি দুর্ঘটনা ঘটেছে। যা ২০১৬ সালের পর একই সময়ে সর্বোচ্চ।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

এমআরএম/জিকেএস

Advertisement