বন্যায় প্লাবিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (শাবিপ্রবি)। এ অবস্থাতেই বিশ্ববিদ্যালয়টিতে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। বৃষ্টি উপেক্ষা করে বন্যার পানি মাড়িয়েই পরীক্ষায় অংশ নেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরাও।
Advertisement
শুক্রবার (১৭ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিলেট কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. রাশেদ তালুকদার।
তিনি বলেন, ক্যাম্পাসে বন্যার পানি ঢুকে এখন খারাপ অবস্থা তৈরি হয়েছে। ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী একাডেমিক ভবন ‘ই’ এর পরিবর্তে আইআইসিটি ভবনে নেওয়া হচ্ছে। এ ভর্তি পরীক্ষায় সিলেট কেন্দ্রে ৭৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।
Advertisement
ড. রাশেদ তালুকদার আরও বলেন, আমরা পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আশা করি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আমরা এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।
৩ জুন থেকে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে দেশের বিভাগীয় শহরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
এদিকে বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তায় ২৫ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে শাবিপ্রবি প্রশাসন।
শুক্রবার সকাল ১০টায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
Advertisement
এসজে/এমএস