লাইফস্টাইল

বৃষ্টির দিনে পাতে রাখুন গরুর ভুনা খিচুড়ি

বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। চলে এসেছে আষাঢ় মাস। এ সময় প্রায়ই পাতে রাখতে পারেন খিচুড়ি। কেউ পছন্দ করেন ভুনা খিচুড়ি, কেউ আবার সবজি খিচুড়ি।

Advertisement

তবে বিফ ভুনা খিচুড়ি সবার কাছেই সমান জনপ্রিয়। চলুন তবে জেনে নেওয়া যাক ঘরে খুব সহজে কীভাবে রান্না করবেন এই খিচুরি। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ

গরুর মাংসের জন্য

Advertisement

১. গরুর মাংস আধা কেজি২. পেঁয়াজ কুঁচি আধা কাপ৩. আদা বাটা ২ চা চামচ৪. রসুন বাটা ১ চা চামচ৫. হলুদ গুঁড়া ১ চা চামচ৬. মরিচ গুঁড়া ১ চা চামচ৭. তেল পরিমাণমতো৭. জিরা গুঁড়া আধা চা চামচ৮. টকদই আধা কাপৎ৯. এলাচ, দারুচিনি, তেজপাতা ৩/৪টি করে১০. গরম মসলার গুঁড়া আধা চা চামচ ও১১. লবণ স্বাদমতো।

খিচুড়ির জন্য

১. পোলাও চাল ২৫০ গ্রাম২. মুগ ডাল ২৫০ গ্রাম৩. পেঁয়াজ বাটা ১/৪ কাপ৪. রসুন বাটা ২ চা চামচ৫. আদা বাটা ১ চা চামচ৬. হলুদ গুঁড়া ২ চা চামচ৭. কাঁচা মরিচের ফালি ৪-৫টি৮. তেল পরিমাণমতো৯. জিরা গুঁড়া ১ চা চামচ১০. গরম মসলার গুঁড়া ১/৪ চা চামচ১১. লবণ স্বাদমতো ও ১২. পানি পরিমানমতো।

পদ্ধতি

Advertisement

প্রথমে মুগ ডাল ভেজে তারপর পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। অন্যদিকে গরুর মাংস ধুয়ে সব মসলা দিয়ে মেখে মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিন।

মাংস কষানোর পর টকদই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। প্রয়োজন ছাড়া পানি দেবেন না। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে চুলা হতে নামিয়ে নিন।

এবার যে পাথে খিচুড়ি রান্না করবেন তা চুলায় বসিয়ে তেল দিয়ে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও লবণ মিশিয়ে সামান্য ভেজে নিন। তারপর ডাল ও চাল দিয়ে ভুনে নিন।

এরপর হলুদ, মরিচ, গরম মসলা ও জিরার গুঁড়া মিশিয়ে দিন। চাল ও ডাল ভালোভাবে ভুনা হলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলেই রান্না করা মাংস ঢেলে দিন খিচুড়িতে।

ভালো করে নেড়ে কাঁচা মরিচের ফালি দিয়ে দিন। মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। পানি শুকিয়ে গেলে চুলার আঁচ একেবারে কমিয়ে দমে রেখে দিন কিছুক্ষণ। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু গরুর ভুনা খিচুড়ি।

জেএমএস/এমএস