বৈশ্বিক মহামারি করোনাভাইরাগে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে। এসময়ে ১ হাজার ২৬২ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৯০৪ জন। আগের দিনের তুলনায় একশোর বেশি মৃত্যু কমলেও শনাক্ত কমেছে প্রায় ৪০ হাজার। এ নিয়ে মহামারি শুরুর পর বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৩ লাখ ৩৭ হাজার ৮৯৭ জন আর সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৩০ লাখ ৩১ হাজার ১৪৩ জনে।
Advertisement
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। আগের দিন দৈনিক সংক্রমণ ও মৃত্যু উভয় তালিকাতেই শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৭ জুন) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮৯ হাজার ১৫১ জন। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত ২ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৯৮৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ২৯২ জন।
Advertisement
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৩৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৭০৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৮ হাজার ৮৯২ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ২৩ জন এবং মারা গেছেন ১৭০ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৭৮ লাখ ৬১ হাজার ১৩২ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯২৮ জনের।
আগের দিন সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬৩ হাজার ২২১ জন। এসময়ে মারা গেছেন ১৬৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩১ লাখ ৩৫ হাজার ৫৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৭১৪ জনের।
একদিনে ফ্রান্সে সংক্রমিত ৫৩ হাজার ৮১ জন এবং মারা গেছেন ৪৯ জন। দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ২৮ হাজার ৮৫৩ জন সংক্রমিত এবং মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ জন। একইসময়ে ফিনল্যান্ডে নতুন সংক্রমিত ১০ হাজার ৭৬৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের।
Advertisement
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১২ হাজার ৫৩৮ জন এবং মারা গেছেন ৬১ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৪৪৯ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ৪৭২ জন।
উত্তর কোরিয়ায় একদিনে সংক্রমিত ২৬ হাজার ২০ জন এবং মারা গেছেন ১ জন। কানাডায় এসময়ে সংক্রমিত ৪ হাজার ১১৫ জন এবং মৃত্যু হয়েছে ১১৫ জনের।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৬৭ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩২৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ৪২৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮০ হাজার ২৭০ জন।
একদিনে ইতালিতে নতুন সংক্রমিত ৩৬ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ৬৪ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৭৬৪ জন সংক্রমিত এবং ১ লাখ ৬৭ হাজার ৬১৭ জন মারা গেছেন।
জাপানে ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৬ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ২৮ জন। এসময়ে অস্ট্রেলিয়ায় সংক্রমিত ৩২ হাজার ৩৪৮ জন এবং মারা গেছেন ৭২ জন; থাইল্যান্ডে সংক্রমিত ২ হাজার ১৫৩ জন এবং মারা গেছেন ১৭ জন; চিলিতে সংক্রমিত ১২ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ৩৬ জন।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮৪৫ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত ৪ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ৪৫২ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৮০৩ জন।
এমকেআর/এমএস