অর্থনীতি

কক্সবাজারে এক্সিম ব্যাংক গ্রাহকদের মিলনমেলা

এক্সিম ব্যাংকের কক্সবাজার শাখার গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করতে স্থানীয় হোটেল কক্স টুডে-তে গেট টুগেদার অব বিজনেস পাটনার্স অনুষ্টিত হয়েছে। রোববার ব্যাংকটি উদ্যোগে এ গেট টুগেদার অনুষ্টিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।গেট টুগেদারে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মান্নান এমপি, পরিচালনা পর্ষদের সদস্য মিসেস নাসরিন ইসলাম, মো. শহীদুল্লাহ, লে. কর্নেল অবঃ সিরাজুল ইসলাম বীর প্রতিক (বার), আব্দুল্লাহ আল জহীর স্বপন ও কক্সবাজার শাখার গ্রাহকসহ স্থানীয় গণ্যমান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার কক্সবাজারে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র স্থাপনে কম মুনাফায় বিনিয়োগের আশ্বাস দেন।তিনি বলেন, গ্রাহকদেরকে ব্যবসার অংশীদার হিসেবেই গণ্য করি। ব্যাংকের সঙ্গে গ্রাহকদের এ সম্পর্ক চিরকাল অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।   অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এসএ/এএইচ/পিআর

Advertisement