দেশজুড়ে

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় অ্যাপারেলস্ প্লাস লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার মানব সম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে কারখানার সাততলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। মুহূর্তেই আগুন সেকশন জুড়ে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের খবরে শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে অ্যাপারেলস্ প্লাস কারখানার ভবনে কাটিং সেকশনে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Advertisement

আমিনুল ইসলাম/এফএ/এমএস