বিনোদন

ওমর সানির বিচার হওয়া উচিত: দেলোয়ার জাহান ঝন্টু

জায়েদ খান ও ওমর সানির ঘটনায় কয়েকদিন ধরে উত্তাল চলচ্চিত্রপাড়া। গত তিনদিনের বিভিন্ন আলোচনা-সমালোচনা প্রসঙ্গে এবার মুখ খুললেন বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

Advertisement

তিনি মূলত এ ঘটনার জন্য ওমর সানিকেই দোষী মানছেন। তার বক্তব্য, 'ওমর সানির বিচার আগে হওয়া উচিত৷ সে স্বামী। কেন স্ত্রীকে সে শাসনে রাখতে পারবে না? কেন তার অভিযোগের পর স্ত্রী তারই বিরুদ্ধে যাবে? ওর মতো নায়ক এদেশে কয়টা?

হিট সুপারহিট সব সিনেমা দিয়েছে ও। প্রেম করে মৌসুমীকে বিয়ে করেছে। ছেলেমেয়েরা বড৷ ছেলে বিয়ে করেছে, নাতি আসবে৷ এখন এসব কি?'

মৌসুমীকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই নির্মাতা। তিনি বলেন, 'মৌসুমীকে নিয়ে কি বলবো নিজেই আসলে বুঝে উঠতে পারছি না। জায়েদ খানের মতো ছেলের সাথে ওর কিসের বন্ধুত্ব? দেশে বন্ধুত্ব করার মতো নায়কের অভাব পড়েছে? সারাদেশের মানুষ মৌসুমীকে এক নামে চেনে, জানে ও সম্মান করে। তার তো সেদিকে ভাবা উচিত৷ আমি আসলে হতাশ।'

Advertisement

এই পরিচালক আরও বলেন, 'সানি-মৌসুমীর উচিত এসব ঝামেলা মিটিয়ে নেয়া৷ নিজেরা বসে আলাপ করে সব ভুল সংশোধন করা। আমি ওমর সানির একটা কথায় খুশি হয়েছি, সে তার ছেলেমেয়েকে অভিভাবক মেনে তাদের উপর সব সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে৷ সন্তানরা বিচারক হলে তাদের সংসার ও তাদের জন্য ভালোই হবে আমার মনে হয়।'

এলএ/এএসএম