আইন-আদালত

পৌর নির্বাচনী প্রচারণায় এমপিরা কেন অংশ নিবে না : হাইকোর্ট

পৌরসভার নির্বাচনে প্রচারণায় (এমপিরা) সংসদ সদস্যরা কেন অংশ নিতে পারবেন না তা জানতে চেয়ে রুল জারি করছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শহীদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।  আগামী দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানিতে সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সুজন। পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১৫ এর কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটে এমপিরা কেন পৌর নির্বাচনের প্রচারণার অংশ নিতে পারবেন না এ মর্মে নির্দেশনা চাওয়া হয়।  সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম নরুন্নবী সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট  করেন। আইনজীবী নুরুন্নবী সুমন সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন থেকে জারিকৃত পৌরসভা নির্বাচন বিধিমালা ২০০৯ এ সংসদ সদস্যরা পৌর নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নেয়ার ব্যাপারে কোন বিধি নিষেধ ছিল না। কিন্ত পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১৫ তে এ সুযোগ রহিত করা হয়। এ আইনজীবী বলেন, সংসদ সদস্যরা সরকারি সুযোগ সুবিধা ও বেতনভোগী না। তারা ভাতা প্রাপ্ত হচ্ছেন তাই এ ধারা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।এফএইচ/জেএইচ/আরআইপি

Advertisement