দেশজুড়ে

ঝড়ের কবলে হাওরে নৌকাডুবি, তিন যাত্রী নিখোঁজ

কিশোরগঞ্জের ইটনায় ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিন যাত্রী নিখোঁজ হয়েছেন।

Advertisement

সোমবার (১৩ জুন) দুপুরের দিকে ইটনা উপজেলার সহিলা হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

পুলিশ জানায়, তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে গাছের ডাল বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা ইটনা উপজেলার ধনপুর যাচ্ছিল। দুপুর ১টার দিকে ইটনা উপজেলার সহিলা-ধনপুর হাওরের মাঝামাঝি স্থানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার দুই যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও হাওরের পানিতে ডুবে নিখোঁজ হন অপর তিনজন।

নিখোঁজরা হলেন- তাড়াইলের দামিহা ইউনিয়নের দামিহাহাটি গ্রামের মো. মাসুদ মিয়া (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৩৫) ও করিমগঞ্জের হালগড়া গ্রামের ওয়াসিম (৪২)।

Advertisement

খবর পেয়ে ইটনা থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু প্রবল ঢেউ থাকায় ডুবে যাওয়া নৌকাটি চিহ্নিত করা যাচ্ছে না। এখন পর্যন্ত নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডুবে যাওয়া নৌকা ও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। তবে হাওরে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

নূর মোহাম্মদ/এমআরআর/এমএস

Advertisement