জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৫ জানুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান’ নিয়ে জাগো জবসের ৮ম পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ভারসাম্য রক্ষা করতে উল্লেখিত চিত্রের বামদিকে কত ওজন রাখতে হবে?উত্তর : ৮ কেজি।২. প্রশ্ন : 1+3+5+---+2x-1= কত?উত্তর : x2.৩. প্রশ্ন : log√381= কত?উত্তর : 8.৪. প্রশ্ন : A = {x: x মৌলিক সংখ্যা এবং x≤5 } হলে P(A)= কত?উত্তর : 8.৫. প্রশ্ন : যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x= কত?উত্তর : 0.৬. প্রশ্ন : একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?উত্তর : 16.৭. চিত্র অনুসারে ০ কেন্দ্র বিশিষ্ট ABC, y=112, ,x= কত?উত্তর : 34.৮. প্রশ্ন : ত্রিভুজ ABC এ a=40, b=70 হলে, ABC কি ধরনের ত্রিভুজ?উত্তর : সমদ্বিবাহু।৯. প্রশ্ন : ১২টি পুস্তক থেকে ৫টি কত প্রকারে বাছাই করা যায়, যেখানে ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?উত্তর : ১২০।১০. প্রশ্ন : আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?উত্তর : ২/৭।১১. প্রশ্ন : x2+y2=185, x-y=3 এর একটি সমাধান হল-উত্তর : 11, 8.১২. প্রশ্ন : ২ এর কত শতাংশ ৮ হবে?উত্তর : ৪০০।১৩. প্রশ্ন : 45, ?, 35= প্রশ্নবোধক স্থানে কত?উত্তর : 31.১৪. প্রশ্ন : যদি ৫+৩=২৮, ৯+১=৮১০, ২+১=১৩ হয় তবে ৫+৪= কত?উত্তর : ১৯।১৫. প্রশ্ন : ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?উত্তর : H.১৬. প্রশ্ন : v(১৫.৬০২৫)= কত?উত্তর : ৩.৯৫।১৭. প্রশ্ন : ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?উত্তর : ২৮।১৮. প্রশ্ন : 1+5+9+……+81= কত?উত্তর : 861.১৯. প্রশ্ন : প্রশ্নবোধক চিহ্ন (?) এর স্থানে কী বসবে?উত্তর : K8.২০. প্রশ্ন : ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, (?)= প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?উত্তর : ২।এসইউ/আরআইপি

Advertisement