জাতীয়

সীতাকুণ্ড বিস্ফোরণ: আরও ৫ দিন সময় চায় বিভাগীয় কমিশনের তদন্ত কমিটি

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের গঠিত কমিটি আরও ৫ দিন সময় চেয়েছে।

Advertisement

রোববার (১২ জুন) দুপুরে তদন্ত কাজে আরও ৫ দিনের সময় চেয়ে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের কাছে আবেদন করেন তদন্ত কমিটির প্রধান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান।

অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন ৫ জুন ৯ সদস্যের এ কমিটি গঠন করেন বিভাগীয় কমিশনার। পরবর্তী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় কমিটিকে। রোববার ৫ কর্মদিবস শেষ হওয়ার পর নতুন করে আরও ৫ দিনের সময় চেয়ে তদন্ত কমিটির প্রধান এ আবেদন করেন।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান, চট্টগ্রাম কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার আবু নুর রাশেদ আহমেদ, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিচালক মুফিদুল আলম, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের-১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর আবু হেনা মো. কাউসার জাহান, চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম ও চট্টগ্রামের বিস্ফোরক পরিদর্শক তোফাজ্জল হোসেন।

Advertisement

কমিটির সদস্য সচিব করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তারকে।

ইকবাল হোসেন/এমএইচআর/জেআইএম