জোকস

ভালো ঘুমের বিনিময়ে

ভালো ঘুমের বিনিময়েএকটানা বক্তব্য শেষে বক্তা বললেন, ‘আশা করি, আমার বক্তব্য আপনাদের খুবই ভালো লেগেছে, আপনাদের ধন্যবাদ। আর যাঁদের ভালো লাগেনি, তাঁরাও আমাকে ধন্যবাদ দিতে পারেন। একটা ভালো ঘুমের বিনিময়ে একটা ধন্যবাদও দেবেন না!’ ****রক্তস্বল্পতায় ভুগছেনএক নেতা রক্তস্বল্পতায় ভুগছেন। তিনি এক সভায় জ্বালাময়ী বক্তব্য দিলেন-নেতা : প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দেব। জনতা : কিন্তু আপনি তো শুনেছি রক্তস্বল্পতায় ভুগছেন।****কবিতাগুলোতে আগুন কবি বহুক্ষণ ধরে একঘেয়ে বিদ্রোহের কবিতা পড়ে যাচ্ছেন। সম্পাদক বিরক্ত হচ্ছেন। মুখে কিছু বলতেও পারছেন না। কবিতা পাঠ শেষ করে-কবি : কী মনে হচ্ছে আপনার? কবিতাগুলোতে কি আরো আগুন ঢোকাব?সম্পাদক : আমি ভাবছি কবিতাগুলো কখন আগুনে ঢোকাবে। ****বুদ্ধিশুদ্ধির উন্নতি প্রকাশক : এ কী, এই পাণ্ডুলিপি তো আমি তিন বছর আগেই বাতিল করে দিয়েছিলাম। লেখক : জি, দিয়েছিলেন। প্রকাশক : তাহলে আবার নিয়ে এসেছেন যে! লেখক : ভাবলাম, তিন বছরে আপনার বুদ্ধিশুদ্ধির কিছুটা উন্নতিও তো ঘটে থাকতে পারে।এসইউ/এমএস

Advertisement